Header Ads

Header ADS

করোনা মোকাবেলায় ১১ দফা বিধি - নিষেধ জারি , না মানলেই থাকছে কঠোর শাস্তি , কি কি আছে প্রজ্ঞাপনে |

*** করোনা মোকাবেলায় ১১ দফা বিধি - নিষেধ জারি , না মানলেই থাকছে কঠোর শাস্তি , কি কি আছে প্রজ্ঞাপনে ***



*** করোনা মোকাবেলায় 11 দফা বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ | যাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী এবং পরিবহন ও চালক হেলপারদের টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে । রেস্তোরাঁয় খেতে হলেও দেখাতে হবে টিকা সনদ । খোলা জায়গায় নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশসহ সব ধরনের জমায়েত । ঘর থেকে বের হলেই পড়তে হবে মাস্ক এবং মুখোমুখি হতে হবে মোবাইল কোর্টের ***


*** গত কয়েকদিন ধরেই দেশে বাড়ছে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি রোধে সোমবার জারি হয়েছে 11 টি বিধি-নিষেধ সম্বলিত প্রজ্ঞাপন এতে বলা হয়েছে ,,,,

১ ... দোকান-শপিংমল বাজার রেস্তোরাঁ অফিস-আদালতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে তা না হলে আইন অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে ।

২ ... রেস্তোরাঁয় বসে খেতে এবং আবাসিক হোটেলে থাকতে হলে করোনার টিকা সনদ দেখাতে হবে স্বাস্থ্যবিধি মানাতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে |

৩ ... প্রজ্ঞাপনে 12 বছরের বেশি শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখের পরে টিকা সনদ প্রদান করতে হবে ।

৪ ... ট্রেন-লঞ্চ ও বাসের অর্ধেক যাত্রী নিয়ে যাবে চালক ও সহকারীদের টিকা সনদ থাকতে হবে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর এ সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ।

৫ ... বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক টিকা সনদ প্রদর্শন করতে হবে ।

৬ ... সমুদ্রবন্দরে জাহাজের ক্রুদের জাহাজের বাইরে আসায় নিষেধাজ্ঞা দিতে হবে ।

৭ ... স্থলবন্দরে ট্রাকের সাথে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে |

৮ ... বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার নির্দেশনাও রয়েছে প্রজ্ঞাপনে ।

৯ ... উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক রাজনৈতিক , ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ।

১০ ... স্বাস্থ্য বিধি মানার বিষয়ে খুতবায় ইমামগণ সচেতন করবেন আর স্থানীয় প্রশাসনকে সেটি নিশ্চিত করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে ।

১১ ... টিকা এবং বুস্টার ডোজ দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহায়তায় প্রচার চালাবে ।

সব সিনিয়র সচিব/সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভাগীয় কমিশনারদের উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

প্রজ্ঞাপন জারির দিন দেশে মোট ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন তিনজন। এদিন পর্যন্ত দেশে মোট ৩০ জনের ওমিক্রন শনাক্ত করা হয়।

No comments

Theme images by centauria. Powered by Blogger.